স্পোর্টস ডেস্কঃ
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে
বাংলাদেশ। আর এই সিরিজকে সামনে রেখে ইংল্যান্ডের কন্ডিশনিং ক্যাম্প করেছে
টাইগাররা। সেখানে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে মুশফিকরা। শুক্রবার দ্বিতীয়
প্রস্তুতি ম্যাচে কাউন্টি ক্রিকেটের দল সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে
নামতে যাচ্ছে বাংলাদেশ।
প্রস্তুতি
ম্যাচ শেষে আগামী ৭ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ইংল্যান্ড
ছাড়বে মাশরাফিরা। সেখানে আরেকটি প্রস্তুতি ম্যাচে অংশ নিবে তারা। এরপর ১২
মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে
বাংলাদেশ।
গত
সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে ডিউক অব নরফোকের বিপক্ষে মুখোমুখি হয়েছিল
বাংলাদেশ। অবশ্য সেই ম্যাচটি যদিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, তবে
ম্যাচে ভালোই ব্যাটিং অনুশীলন হয়েছে টাইগারদের। প্রথমে ব্যাটিংয়ে নেমে
নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করেছিল মুশফিকুর রহিমের
নেতৃত্বাধীন বাংলাদেশ দল। পরবর্তীতে নরফোকের ব্যাটিংয়ের সময় বৃষ্টি হানা
দিলে ম্যাচটি পরিত্যক্ত হয়।
ত্রিদেশী
সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে
মাশরাফি বাহিনী। এরপর ১৯ এবং ২৪ মে যথাক্রমে আয়ারল্যান্ড এবং
নিউজিল্যান্ডের বিপক্ষে আবারো মাঠে নামবে তারা।
ত্রিদেশীয়
সিরিজের পর ২৫ মে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে আবারো ইংল্যান্ডে ফিরবে
বাংলাদেশ। সেখানে ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি
ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মাশরাফিরা।
