সেলফি তুলতে গিয়ে জীবন গেল চার চিকিৎসকের

সেলফি তুলতে গিয়ে জীবন গেল চার চিকিৎসকের
অনলাইন ডেস্কঃ সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো চার চিকিৎসকের। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র প্রদেশের সোলাপুর এলাকায়। এ ব্যাপারে সাজান হানকেরি নামে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, ৩০ এপ্রিল রোববার সাপ্তাহিক বন্ধ হিসেবে ১০ চিকিৎসক ভিমা নদীতে একটি নৌকায় করে ঘুরতে বের হন। সে সময় তাদের মধ্যে থেকে কয়েকজন সেলফি তোলায় ব্যস্ত ছিলেন। স্থানীয় জেলেরা তাদের সতর্ক করেছিলেন যে, তারা নৌকা থেকে পড়ে যাবেন। কিন্তু তারা জেলের কোনো কথা তোয়াক্কা না করে সেলফি তুলতে থাকেন। এ সময় নৌকাটি একদিকে কাত হয়ে ডুবে যায়। সাজান আরও বলেন, এদের মধ্যে থেকে ছয়জন চিকিৎসক সাঁতরে পাড়ে যেতে সক্ষম হলেও অপর চারজন নিখোঁজ ছিলেন। পরে অভিযান চালিয়ে ওইদিন সন্ধ্যার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং সোমবার অপর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post