স্পোর্টস ডেস্কঃ
ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচ আলবিওনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা
পুনরুদ্ধার করলো অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা। দলের হয়ে শেষ মুহূর্তে বদলি
ফুটবলার হিসেবে নেমে একমাত্র গোলটি করেন মিচে বাতসুয়াই।
ওয়েস্টব্রমের
মাঠ হাওয়ার্থহর্ণসে বেশ গোছালো ফুটবল খেললেও গোলের দেখা পাচ্ছিল না
ব্লুজরা। তবে দ্বিতীয়ার্ধে পেদ্রোর বদলি হিসেবে নামা বেলজিয়াম স্ট্রাইকার
বাতসুয়াই ৮২ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন।
এদিকে,
চেলসির ক্লাবের ইতিহাসে এটা ষষ্ঠ আর গত ১৩ বছরে পঞ্চম শিরোপা। ৩৬ ম্যাচ
শেষে চ্যাম্পিয়ন চেলসির পয়েন্ট ৮৭। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার ৭৭
পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। স্ট্যামফোর্ড ব্রিজের দলটির চ্যাম্পিয়ন হওয়ার
রাতে দারুণ এক কীর্তি গড়লেন কোন্তে। চতুর্থ কোচ হিসেবে প্রিমিয়ার লিগে
প্রথম মৌসুমেই শিরোপা জিতলেন এই ইতালিয়ান। তার আগে এই কীর্তি গড়েছিলেন
২০০৪-০৫ মৌসুমে জোসে মরিনিয়ো, ২০০৯-১০ মৌসুমে কার্লো আনচেলত্তি ও ২০১৩-১৪
মৌসুমে মানুয়েল পেল্লেগ্রিনি।
