রুশ গুপ্তচরকে গলা কেটে হত্যা করলো আইএস

রুশ গুপ্তচরকে গলা কেটে হত্যা করলো আইএস
অনলাইন ডেস্কঃ নাৎসি বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার জয়ের ঐতিহাসিক বর্ষপূর্তির দিনেই রুশ গোয়েন্দাকে খুন করল ইসলামী সন্ত্রাসবাদী সংস্থা আইএস। নিহতের নাম ইভজেনি পেত্রেঙ্কো। তিনি মস্কোর বাসিন্দা ছিলেন। যদিও নিহত ব্যক্তিকে নিজেদের গোয়েন্দা বলে পরিচয় দিতে অস্বীকার করেছে রুশ সরকার।

আইএসের দাবি, সিরিয়ায় আইএস গতিবিধির ওপরে নজর রাখার কাজ করছিলেন। তাই তাঁকে ‘‌শাস্তি’‌ দেওয়া হল। ওই রুশ গোয়েন্দাকে হত্যার একটি ১২ মিনিটের ভিডিও প্রকাশ করেছে আই এস। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রুশ সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে এক আইএস জঙ্গি। সে বলছে, ‘‌ঈশ্বরের জন্য আমরা লড়াই করছি। এর মধ্যে যদি কোনও দেশ নাক গলাতে আসে বা বাধা দেওয়ারস চেষ্টা করে, তাহলে তাদের অবস্থাও এই গুপ্তচরের মতোই হবে। ’‌

রাশিয়ার জবাব, ‘‌নিরীহ মানুষদের মেরে আইএস সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। এই ধরনের কাজে রাশিয়া ভয় পায় না। ’‌ এর পিছনে চেচেন জঙ্গিদের হাত থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post