বাংলাদেশের ১৩৪ রানের বিশাল ব্যবধানে জয়

বাংলাদেশের ১৩৪ রানের বিশাল ব্যবধানে জয়
স্পোর্টস ডেস্কঃ সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ১৩৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে মুশফিকুর রহীমের দল। শুরুতে ব্যাট করতে নেমে ৩১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়া ৩১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪০.৩ বলে ১৮০ করে অলআউট হয়ে যায় তারা।

বাংলাদেশের পক্ষে ৩১ রানে তিনটি উইকেট নিয়েছেন মিরাজ। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন তাসকিন আহেমদ ও শুভাশিস রায়। সাসেক্সের পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন রবসন। এছাড়া ৪০ রান করেন জেনার। সাসেক্সের হয়ে ব্যাট করতে নেমে ৩২ রান করেন বাংলাদেশি ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। আরেক বাংলাদেশি শফিউল করেন ১৩ রান।

Post a Comment

Previous Post Next Post