বিক্রম বিতর্কে সালমান খানের দুই আইনজীবী

বিক্রম বিতর্কে সালমান খানের দুই আইনজীবী
বিনোদন ডেস্কঃ ‘ইচ্ছেনদী’র নায়ক বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি অবশ্য দুর্ঘটনায় পড়েছিল। আর সেই ঘটনার তদন্তের মধ্যে এখন সেই মূল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিক্রমের গাড়ির গতি এবং তার মদ্যপানের মাত্রা।

ভারতের ছোট-বড় তারকারা অপরাধ করেও পার পেয়ে যাবেন বলে অনেকেই মনে করেন। তাই মদ খেয়ে ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে বারবার দুর্ঘটনায় পড়েন তারা। গাড়ি দুর্ঘটনায় মডেল-অভিনেত্রী সনিকা সিংহ চৌহানের মৃত্যুর প্রেক্ষিতে একথাই জানাচ্ছেন প্রদীপ ঘারাট। বলিউড তারকা সালমান খানের গাড়ি মামলায় সরকারপক্ষের আইনজীবী ছিলেন এই প্রদীপ।

২০০২ সালে গাড়ি চালিয়ে এক ফুটপাথবাসীকে পিষে মারার অভিযোগ উঠেছিল বলিউড তারকা সালমানের বিরুদ্ধে। যদিও মুম্বাই হাইকোর্টে রেহাই পেয়ে যান সালমান।  ‘ইচ্ছেনদী’র নায়ক বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি অবশ্য দুর্ঘটনায় পড়েছিল। আর সেই ঘটনার তদন্তের মধ্যে মূল চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে গাড়ির গতি এবং বিক্রমের মদ্যপানের মাত্রা।  

এ প্রসঙ্গে বৃহস্পতিবার প্রদীপ ঘারাট বলেন, ‘‘বিক্রমের ক্ষেত্রে যদি দেখা যায় যে, অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষের কারণে ভারসাম্য হারিয়ে এই দুর্ঘটনা, তাহলে  জামিনযোগ্য ধারায় দু’বছরের সাজা হতে পারে। কিন্তু যদি প্রমাণিত হয় যে, জেনেবুঝে ঝড়ের গতিতে গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা এবং মৃত্যু, তাহলে বলতে হবে গাড়িচালকই দোষী। সেক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (পার্ট টু) ধারায় অন্তত ১০ বছরের কারাদণ্ড হতে পারে। ’’ 

 সনিকা-মৃত্যুর ঘটনায় কোনও প্রত্যক্ষদর্শীর খোঁজ এখনও পাওয়া যায়নি। ফলে বিক্রমের বিরুদ্ধে মামলা দাঁড় করানো কিছুটা কঠিন হতে পারে বলে আপাতত মনে করছেন ঘারাট। শুধু সালমান অথবা বিক্রমই নন। দ্রুতগতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন জন আব্রাহামের মতো তারকারাও। কেন বারবার এই ধরনের খবরে নাম জড়ায় তারকাদের এমন প্রশ্নের উত্তরে ঘারাটের যুক্তি, ‘‘তারকারা আসলে দেশের আইনকে ভয় পান না। তারা ভাবেন, এসব করেও  তারা পার পেয়ে যাবেন। ’’

ঘারাটের যুক্তি অবশ্য স্বাভাবিকভাবেই মানতে নারাজ গাড়িচাপা মামলায় সালমানের পক্ষের আইনজীবীদের অন্যতম শ্রীকান্ত শিবদে। তার দাবি, ‘‘প্রতিদিনই কত দুর্ঘটনা ঘটছে! সাধারণ মানুষের মতোই তারকারা দুর্ঘটনায় পড়েন। দেশে এক লক্ষ পথ দুর্ঘটনা হলে, মাত্র দু’একটি ক্ষেত্রে তারকারা জড়িত থাকেন। ওরাও তো রক্তমাংসের মানুষ। আর এক্ষেত্রে যথেষ্ট প্রমাণ না-থাকলে বিক্রমকে দোষী সাব্যস্ত করবেন কী করে।


Post a Comment

Previous Post Next Post