ক্যাটরিনাকে 'খুনি' বললেন সালমান

ক্যাটরিনাকে 'খুনি' বললেন সালমান
বিনোদন ডেস্কঃ সালমান-ক্যাটরিনাকে নিয়ে বলিউড পাড়ায় কম আলোচনা-সমালোচনা হয়নি। তাদের পুরনো সম্পর্ক নিয়েও দর্শকদের  মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। কিন্তু এবার সাবেক প্রেমিকাকে খুনি বললেন সল্লু। সম্প্রতি আবারো পত্রিকার শিরোনামে ছিলেন এ দুইজন। সালমান-ক্যাটরিনা একসঙ্গে অস্ট্রিয়াতে। কেন ছিলেন, সেটাও জানেন তো! পরিচালক আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যাঁয়’র শুটিংয়ে তারা মিলিত হন ওখানে।  

তবে সালমান কিংবা ক্যাট ভক্তদের বরাবরের প্রত্যাশা, সালমান-ক্যাটরিনা যদিও আবারো একসঙ্গে থাকেন, মানে সম্পর্কটা জোড়া লাগলে কতই না ভালো হতো। যদিও বাস্তবতা ভিন্ন, বিদেশির প্রেমে সালমান এখন মগ্ন। তবে ক্যাটরিনার প্রতি সালমানের যে টানা-অনুভূতি এখনো বহমান তা সালমান আরো একবার বলেই ফেললেন।

সম্প্রতি ক্যাটরিনার একটি ছবি সালমান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডি থেকে প্রকাশ করেছেন। যেখানে তার ক্যাপশনও ছিলো দারুণ রোমান্টিক।
ক্যাপশনে সালমান বলেন, ‘আমি অবশ্যই একটি বড় টিউবলাইট, যে জানতে পারলাম টাইগারের টাইগ্রেসও একজন খুনি (থাগ)। ’ খুনি শব্দের সঙ্গে তিনি জুড়ে দেন ক্যাটরিনার একটি গ্লামারস ছবিও।

Post a Comment

Previous Post Next Post