প্রথমবার ইসলামী গান গাইলেন আসিফ

প্রথমবার ইসলামী গান গাইলেন আসিফ
বিনোদন ডেস্কঃ দীর্ঘ মিউজিক ক্যারিরারে এবারই প্রথমবার ইসলামী গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। গানের শিরোনাম ‘মুমিন হতে চাই’। শনিবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। এই গানের কথা লিখেছেন গোলাম কবির রনি এবং সুর করেছেন মীর মাসুম।

গানটি প্রসঙ্গে আসিফ জানান, ‘অসম্ভব টাচি মেলোডি সুর আর চমৎকার শব্দচয়নের গানটি গাইলাম। টানা একমাস পর স্টুডিও কেমন অচেনা লাগছিলো। ভয় হচ্ছিলো গানটা গাইতে পারবো কিনা! আল্লাহর রহমতে গানের রেকর্ডিং সফলভাবে শেষ হয়েছে।’

তিনি আরও জানান, ‘আমার সঙ্গে এই গানে থাকছে আরও দুজন শিল্পী বালাম এবং ইমরান।’

জানা গেছে, রমজানের প্রথম সপ্তাহে গানটি ধ্রুব মিউজিক ষ্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

Post a Comment

Previous Post Next Post