মোদির মুখে প্রশংসা শুনে আপ্লুত মুরলী

মোদির মুখে প্রশংসা শুনে আপ্লুত মুরলী
স্পোর্টস ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং প্রশংসা করেছেন শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলীধরনের। যা শুনে আপ্লুত মুরলী। আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।  

শ্রীলঙ্কায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত তামিলদের উদ্দেশ্যে শনিবার বক্তৃতা দিতে গিয়ে মোদি বলেছিলেন, ‘‌ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে মুরলী। ’‌ 

এই মুহূর্তে ভারতে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অফস্পিনার। সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্বে তিনি। মুরলী বলেন, ‘‌আমি সম্মানিত বোধ করছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণে আমার নাম উল্লেখ করেছেন। আমার দেশের কথা বলেছেন। ’‌ 

এরপরই মুরলী আরও বলেন, ‘‌ভারতের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত নিবিড়। দক্ষিণ ভারতের মেয়েকে বিয়ে করেছি। শ্রীলঙ্কার কাছে ভারত তো বড় দাদার মতো। সত্যি কথা বলতে ভারত নানাভাবে শ্রীলঙ্কাকে সাহায্য করে এসেছে। ’‌ 

মোদির প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা ঝড়ে পড়েছে মুরলীর গলায়। তিনি জানান, ‘‌ভারতের মতো শ্রীলঙ্কার মানুষের কাছেও অত্যন্ত প্রিয় নরেন্দ্র মোদি। দেশের উন্নতিতে অনেক কাজ তিনি করেছেন। ভারতকে নতুন দিশা দেখিয়েছেন। ’‌

Post a Comment

Previous Post Next Post