নিউজ ডেস্কঃ
জালালাবাদ সম্মাননা যুব অর্গানাজেশন, ঢাকা'র দ্বি-বার্ষিক সাধারন সভা-২০১৭
সফলভাবে সম্পন্ন হয়েছে। সরকার অনুমোদিত গঠনতন্ত্রের ধারা -১৪.১ ও ১৪/২
মোতাবেক পরিষদ ঘোষিত হলো। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে কার্যকরী
পরিষদ-২০১৭-২০১৯ (০২ বছর) মেয়াদকালেরর জন্য নির্বাচিত হলো, কমিটি নিম্নরূপ
:(১)সভাপতি-জনাব মাসুদ আহমদ ২) কার্যকরী সভাপতি-ডা:শাহেদ আশরাফ (সেতু)
৩)সহ-সভাপতি (সিলেট):জনাব এবাদুর রহমান ৪)সহ-সভাপতি (মৌলভীবাজার) :জনাব
মেজর (অব:) নুরুল মান্নান চৌধুরী ৫) সসহ-সভাপতি (হবিগন্জ) জনাব এম,এ,জলিল
৬)সহ-সভাপতি (সুনামগঞ্জ) জনাব নেছার আলম মুকুল ৭)সহ-সভাপতি (জালালাবাদ)
:মিয়া কুতুবুর রহমান চৌধুরী ৮)সহ-সভাপতি (জালালাবাদ) মহররম আলী মাসুদ
৯)সহ-সভাপতি (জালালাবাদ) ইন্জিনিয়ার নওশাদুল হক ১০) সহ-সভাপতি (জালালাবাদ)
জনাব আলী আহমদ ১১)
সাধারন
সম্পাদক-জনাব মোহাম্মদ আব্দুল আহাদ (জুয়েল) ১২)যুগ্ন-সাধারন সম্পাদক-জনাব
আব্দুল কাদির পারভেজ ১৩)যুগ্ন-সাধারন সম্পাদক-হাজি আব্দুল মতিন
১৪)সহ-সম্পাদক জনাব মো: শাহাব উদ্দিন ১৫)সহ-সম্পাদক জনাব ফাহাদ চৌধুরী কয়েছ
১৬)সহ-সম্পাদক জনাব আফসা বেগম ১৭)
সাংগঠনিক
সম্পাদক-জনাব রবিউল হাসান ছায়েদ১৮) সহ-সাংগঠনিক সম্পাদক জনাব ফেরদৌস খান
১৯) দপ্তর সসম্প্দক-এম,এ,বি মইনুল ইসলাম ২০) সম্মাননা বিষয়ক সম্মাদক-জনাব
এস,এম,সোহেল ২১) সম্মাননা বিষয়ক সম্মাদক-জনাব নিজামোল ইসলাম খান
২২)অর্থ-সম্পাদক জনাব মোরশেদ আহমদ শাহিন ২৩)অর্থ-সম্পাদক জনাব রাজিব দেবনাথ
২৪)ছাত্র বিষয়ক সম্পাদক-জনাব জীবন রহমান ২৫) মুক্তিযুদ্ধ বিষয়ক
সম্পাদক-জনাব মো: আনিসুর রহমান চৌধুরী লিটু ২৬) মুক্তিযুদ্ধ বিষয়ক
সম্পাদক-জনাব শিরিন আক্তার বেলি ২৭) যুব বিষয়ক সম্পাদক-জনাব মো: আহসানুল
হাকিম ২৮) সাংস্কৃতি বিষয়ক সম্মাদক-জনাব হাসানুল বান্না ২৯) আন্তর্জাতিক
বিষয়ক সম্পাদক জনাব সাইরাস আনুশিরওয়ান ফয়জি ৩০)আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
জনাব কয়েছ আহমদ ৩১)মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন(
সান্জু)৩২)মোহাম্মদ আব্দুস সালাম মাহমুদ ৩৩)আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার
আবু সাদেক আব্দুল্লাহ ৩৪)ক্রীড়া সম্পাদক- জনাব মো: ফকিউল ইসলাম নওরোজ ৩৫)
সমাজ কল্যাণ সম্পাদক-জনাব প্রভাকর রায় ৩৬)প্রচার সম্পাদক জনাব সিরাজুল
ইসলাম রিপন
নির্বাহী
সদস্যবৃন্দঃ ৩৭)জনাব মোজাম্মেল হক চৌধুরী ৩৮)রেবেকা ইসলাম, ৩৯)মো: রিপন
কবির লস্কর,৪০)এ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা,৪১)মোহাম্মদ বেলায়েত হোসেন
আরিফ,৪২এম সাইফুল ইসলাম খান,৪৩) শামসুন্নাহার চৌধুরী + আরো ০৮ টি পদে সকলের
সিদ্বান্ত অনুযায়ী গঠন করা হবে।অনুষ্টানে আগত প্রধান অতিথি,বিশেষ
অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সংগঠনের সকল নেতৃবৃন্দ,আহবায়ক কমিটির
নেতৃবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ/সাধারন সদস্যবৃন্দ, শিল্পী ও কলা-কৌশলী,আইন
শৃংখলায় নিয়োজিত সকল সদস্যবৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ
শুভেচ্ছা।

