ট্রাম্প-পুতিনের ফোনালাপ

ট্রাম্প-পুতিনের ফোনালাপ
অনলাইন ডেস্কঃ অবশেষে সিরিয়া ইস্যুতে নিজেদের মধ্যে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার এক ফোনালাপে সিরিয়া যুদ্ধের অবসান ঘটাতে একসঙ্গে কাজ করার কথা বলেছেন তারা। এ ব্যাপারে হোয়াইট হাউস থেকে জানানো হয়, 'এটি ছিল একটা ফলপ্রসূ আলোচনা। উভয় নেতৃবৃন্দ সিরিয়াতে সহিংসতা অবসানে সব পক্ষকে ভূমিকা রাখার ব্যাপারে জোর দেন। সেই সাথে ট্রাম্প ও পুতিন মধ্যপ্রাচ্যে জঙ্গিদের বিরুদ্ধে একসাথে কাজ করার বিষয়েও আলোচনা করেন। ' হোয়াইট হাউস এর বিবৃতিতে আরও বলা হয়, 'তারা মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাসবাদ নির্মূলে একসঙ্গে কাজ করার ব্যাপারে আলোচনা করেছেন। সেইসাথে, উত্তর কোরিয়ার বিপজ্জনক পরিস্থিতির সমাধান নিয়েও কথা বলেন তারা। ' উল্লেখ্য, সিরিয়ার রাসায়নিক অস্ত্র হামলার জন্য মার্কিনি পদক্ষেপের সমালোচনা করে রাশিয়া সরকার। এমন ঘটনার পুনরাবৃত্তি না যেন না হয় সে বিষয়ে হুঁশিয়ারিও দেয় রাশিয়া। এ নিয়ে দুই সরকারের মধ্যে তিক্ত সম্পর্কের সৃষ্টি হয়।

Post a Comment

Previous Post Next Post