স্টাফ রিপোর্টারঃ
এপেক্স বাংলাদেশের ১৮তম ক্লাব এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে একজন
কন্যদায়গ্রস্থ পিতাকে আর্থিক সহায়তা প্রদান ও মহান মে এবং বিশ্ব মা দিবস
উদযাপন করা হয়েছে। গত ১ মে সোমবার সন্ধ্যা ৬টায় মহান মে দিবস উপলক্ষে
ফাল্গুনী হোটেল ডিলাক্সে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে আলোচনা
অন্ষ্ঠুানের আয়োজন করা হয়। এছাড়াও মহান মে দিবস উপলক্ষ্যে গত ২ মে মঙ্গলবার
দিন ব্যাপী এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে কুলাউড়া শহরের বিভিন্ন
কলকারখানায় কর্মরত ১০জন দুস্থ শিশু শ্রমিকদের মধ্যে নতুন পোষাক বিতরণ
কর্মসূচী সম্পন্ন করা হয় এবং অন্যান্য শ্রমিকদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা
হয়। এছাড়াও গত ১৪ মে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে কুলাউড়া শহরের বিভিন্ন স্কুল
ও কিন্ডার গার্টেনে সন্তানদের জন্য অপেক্ষারত মায়েদের হাতে ফুলেল শুভেচ্ছা
পৌছে দেয় এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের এপেক্সিয়ানবৃন্দরা।
উল্লেখ্য
গত ১৬ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় একজন কন্যাদায় গ্রস্থ পিতাকে আর্থিক
সহায়তা (১৩,০০০/-) তেরো হাজার টাকা প্রদান করে এপেক্স ক্লাব অব মৌলভীবাজার।
হাজী ফরজান আলী মার্কেটে ক্লাব সেক্রেটারী এন্ড ডিএনই মোঃ জাহাঙ্গীর আলমের
ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে
এসএসসি-৯৯ ব্যাচের আর্থিক সহযোগিতায় উক্ত সেবা কর্মসূচীটি সম্পন্ন হয়। উক্ত
বিভিন্ন কর্মসূচীগুলোতে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের যে
এপেক্সিয়ানবৃন্দরা বিভিন্ন সময় উপস্থিত ছিলেন তারা হলেন ক্লাব পিপিবৃন্দ
এপেঃ এ.এফ.এম ফৌজি চৌধুরী, এপেঃ শহীদুল ইসলাম তনয়, এপেঃ শাহীন আহমদ, ক্লাব
প্রেসিডেন্ট এপেঃ শরীফ আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ সুরমান আহমদ,
আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, সেক্রেটারী
এন্ড ডিএনই এপেঃ জাহাঙ্গীর আলম, ট্রেজারার এপেঃ মোঃ আব্দুল বাছিত, সার্ভিস
ডিরেক্টর এপেঃ শফিউল আলম সৌরভ, মে.এন্ড এ. ডিরেক্টর এপেঃ মোঃ জুবায়ের আহমদ
সুহেল, ফে. এন্ড পা.রি. ডি. এপেঃ সোহেল আহমদ, সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ
আলতাফ হোসেন সুমেল, অ্যাকটিভ ফ্লোর মেম্বারবৃন্দ এপেঃ মিঠুন চক্রবর্তী,
এপেঃ আব্দুল মুহিত বাবলু, এপেঃ এম.এ জলিল, এপেঃ খন্দকার মুজিবুর রহমান
মুজিব, এপেঃ আহমাদুল কবির মোঃ জাবের প্রমুখ।