নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
অনলাইন ডেস্কঃ নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আইনুল হক (৪০) ও আনোয়ারুল হক (৪৫) নামে ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার বিকেল পাঁচটার দিকে বিকেল পাঁচটার দিকে মোটরসাইকেলযোগে নীলফামারী অভিমুখে আসছিল। এ সময় পেছন থেকে একটি বালুবাহী ট্রাক তাদেরকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার বলেন, বিকেলে মোটরসাইকেল যোগে দিনাজপুর থেকে ডিমলায় ফেরার পথে সড়কের ওই স্থানে বালুবাহী ট্রাকের ধাক্কায় আহত হন তারা। তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

Post a Comment

Previous Post Next Post