অনলাইন ডেস্কঃ
সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম লিটন
গোয়ালা (১২)। সে উপজেলার জাফলং চা বাগানের পঞ্চায়েত প্রধান শ্রী নিরঞ্জন
গোয়ালার ছেলে ও রাধানগর ডা.ইদ্রিছ আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর
ছাত্র।
স্থানীয়
ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সহ পাঠীদের সাথে চা বাগানের
পাশে পিয়াইন নদীতে গোসল করতে নামে লিটন। সাঁতার না জানায় এসময় হঠাৎই তলিয়ে
যায় সে। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার লাশ উদ্ধার করতে না পেরে
সিলেটে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস সিলেটের ডুবুরী দলের
সদস্যরা এসে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
