বাংলাদেশ ম্যাচের আগে ইংল্যান্ডের বড় পরাজয়

বাংলাদেশ ম্যাচের আগে ইংল্যান্ডের বড় পরাজয়
অনলাইন ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় হারের ধাক্কা নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। সোমবার রাতে স্বাগতিকদের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজে ১২৭ বল আর ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় প্রেটিয়ারা। তবে হারলেও এক ম্যাচ আগেই সিরিজ পকেটে ভরে নেয় মরগান-স্টোকসরা।

সিরিজের শেষ ম্যাচে কাগিসো রাবাদার বোলিং তাণ্ডবে ২০ রানেই ৬ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড! যদিও জনি বেয়ারস্টোর (৫১) ফিফটি ও টেলএন্ডার টবি রোল্যান্ড জোনসের অপরাজিত ৩৭ রানের কল্যাণে ৩১.১ ওভারে অলআউট হওয়ার আগে ১৫৩ রান করে ইংল্যান্ড। এ ম্যাচে বিশ্রামে থাকেন দ্বিতীয় ওয়ানডের সেঞ্চুরিয়ান বেন স্টোকস ও মঈন আলীর মতো তারকা। তারপরও এমন হারে অনেকটা বিপর্যস্ত ইংলিশরা।

রাবাদা চারটি উইকেট দখল করেন। তিনটি করে নেন ওয়েন পারনেল ও স্পিনার কেশব মহারাজ।

১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৯৫ রান তোলেন হাশিম আমলা (৫৫) ও কুইন্টন ডি কক (৩৪)। এরপর ৬ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে জ্যাক বল ও রোল্যান্ড জোনস। তবে ডেপি ডুমিনি ২৮ ও এবি ডি ভিলিয়ার্স ২৭ রানে অপরাজিত থাকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

Post a Comment

Previous Post Next Post