স্পোর্টস ডেস্কঃ
এল ক্লাসিকোতে মেসির জোড়া গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলের
ব্যবধানে জয় পেল বার্সেলোনা। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে
বাংলাদেশ সময় রবিবার রাত পৌনে একটা ম্যাচটি শুরু হয়। বার্সার মাঠ ক্যাম্প
ন্যু’তে লিগে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।
জানা
যায়, লা লিগায় টানা চারটি মৌসুমে রিয়াল মাদ্রিদের শিরোপা জেতা হয়নি! সেই
যে ২০১১-১২ মৌসুমে হোসে মরিনহো আমলে ট্রফি জিতেছে এরপর থেকে শুধুই আক্ষেপ।
যে আক্ষেপ ফুরোবার দারুণ সুযোগ এবার গ্যালাকটিকোদের সামনে। এই জয়ের পর ৩৩
ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে রিয়ালকে সরিয়ে লা লিগায় একে ফিরে এল
বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে বার্সার সঙ্গে ‘হেড টু হেড’ লড়াইয়ে হেরে
টেবলে দু’য়ে নেমে গেল রিয়াল মাদ্রিদ।