হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ আগুন

হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ আগুন
অনলাইন ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্ল্যান্ট পুড়ে গেছে।

শনিবার (১ এপ্রিল) বিকেলে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শাহজীবাজারে স্থাপিত ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এনার্জি প্রিমায় শনিবার বিকেল ৫টার দিকে ট্রান্সফরমান বিস্ফোরণ হয়ে মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎ প্ল্যান্টের ব্যাপক ক্ষতি হয়।

শাহজীবাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির জানান, দুয়েকদিনের মধ্যে জাতীয় গ্রিডে সংযোগ দেওয়া সম্ভব হতে পারে। ২৫ এমবিএ ট্রান্সফর্মারটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ৪৮ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ রয়েছে।

Post a Comment

Previous Post Next Post