স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার
বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টি-টুয়েন্টি দলে ডাক পেয়েছেন পেস বোলিং
অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। টেস্ট, ওয়ানডের পর এবার টি-২০ দলেও ডাক
পেয়েছেন মেহেদি মিরাজ। এদের নিয়ে ১৬ জনের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট
বোর্ড।
টি-টুয়েন্টি দলে না থাকায় দেশে ফেরত আসছেন পেসার রুবেল হোসেন ও শুভাগত হোম।
সাইফউদ্দিনকে
দলে নেয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন,
মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয়
চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের কথা
বিবেচনা করেই সাইফউদ্দিনকে নেয়া হয়েছে।
বাংলাদেশ দল: মাশরাফি
বিন মর্তুজা (অধিনায়ক),সাকিব আল-হাসান(সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য
সরকার, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান,
মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, তাসকিন
আহমদে, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান, শুভাশীষ রায় ও মোহাম্মদ
সাইফুদ্দিন।