চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে পুলিশ


অনলাইন ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বুধবার ভোর থেকে উপজেলার ত্রিমোহিনী এলাকার ওই বাড়ি ঘিরে রাখেন পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র‍্যাব) অন্যান্য বাহিনীর সদস্যরা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সকালে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গোপন সূত্রে খবর পেয়েই বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

Post a Comment

Previous Post Next Post