অনলাইন ডেস্কঃ মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের সড়কে যাত্রীবাহী অটোরিকশার উপর গাছ পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গলগামী একটি অটোরিকশা জাতীয় উদ্যানের নূরজাহান এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎকরে একটি গাছ অটোর ওপর পড়ে। এসময় ঘটনাস্থলেই চম্পা দেব (৩০) ও কেয়া পাল (২৭) নামে দুই নারীর মৃত্যু হয়। এতে আহত হয়েছেন আরও তিনজন।তাদেরকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বনসংরক্ষক মো. তবিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করেন।