হাওর এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

হাওর এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
নিউজ ডেস্কঃ বন্যাকবলিত হাওর এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে থাকা সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, হাওরের পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। তাদের বন্যাকবলিতদের পাশে ২৪ ঘণ্টা থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, বন্যাকবলিত মানুষের পাশে থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদেরও আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর। বুধবারের এক বৈঠকে নির্ধারিত হয়েছে, প্রধানমন্ত্রী আগামী ৩০ এপ্রিল বন্যাকবলিত হাওর এলাকা পরিদর্শন করতে সুনামগঞ্জ সফর করবেন।

Post a Comment

Previous Post Next Post