এবার জায়েদ-পরী-সাইমনের 'বাহাদুরী'

এবার জায়েদ-পরী-সাইমনের 'বাহাদুরী'
বিনোদন ডেস্কঃ এবার একসঙ্গে বড় পর্দায় আসছেন জায়েদ খান-পরীমণি-সাইমন। ছবির শিরোনাম 'বাহাদুরী'। ছবিটি পরিচালনা করবেন শফিক হাসান। আজ মঙ্গলবার সন্ধ্যায় এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। নির্মাতা শফিক হাসান জানান, ছবির গল্প লিখেছেন কাশেম আলী দুলাল। মে মাসের দ্বিতীয় সপ্তাহে ছবির শুটিং শুরু হবে। জায়েদ খান বলেন, মূলত চর্তুভূজ প্রেমের গল্প নিয়ে ছবির গল্প গড়িয়েছে। এতে আমার বিপরীতে পরীমণি ও সাইমনের সঙ্গে নতুন একটি মেয়ে কাজ করবে। পরীমণি বলেন, এর আগে জায়েদ ভাইয়ের সঙ্গে 'ভালোবাসা সীমাহীন' ও 'অন্তরজ্বালা' ছবিতে কাজ করেছি। তার সঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করা যায়। এছাড়া সাইমনের সঙ্গেও আমার রসায়ন ভালো। এদিকে সাইমন বলেন, আশা করি দর্শকরা একটি ভিন্ন মাত্রার ছবি দেখতে পারবেন। এছাড়া পরীর সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি। এর আগে শফিক ভাইয়ের 'স্বপ্নছোয়া' ছবিতেও কাজ করেছি।

Post a Comment

Previous Post Next Post