সিলেটে মৃদু ভূমিকম্প


অনলাইন ডেস্কঃ সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার রাত ১০টা ৫১ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা সাঈদ আহমেদ চৌধুরী বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলে এর মাত্রা কত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভূমিকম্প অনুভূত হওয়ায় সিলেট নগরীর বিভিন্ন বিপণিবিতান ও উঁচু ভবনে বসবাসরত অনেক মানুষ নিচে নেমে আসেন।

তবে নগরীর বেশির ভাগ মানুষই ভূমিকম্প অনুধাবন করতে পারেননি। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শহরের বাগবাড়ি এলাকার বাসিন্দা বেসিক ব্যাংকের কর্মকর্তা রাশেদ খান বলেন, ‘১১টার কিছু আগে ভূমিকম্প অনুধাবন করেছি। তাৎক্ষণিক বাসা থেকে পরিবার নিয়ে নিচে নেমেছিলাম।’

Post a Comment

Previous Post Next Post