সিলেটে স্কলার্সহোম ভবনে বোমার সন্ধান

সিলেটে স্কলার্সহোম ভবনে বোমার সন্ধান
নিউজ ডেস্কঃ সিলেট নগরীর শাহী ইদগাহ এলাকায় স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজে মোবা সদৃশ একটি বস্তু পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে ভবনটিতে ওঠার সময় সিঁড়ির বাম পাশে মোবার সদৃশ বস্তু দেখে র‌্যাবকে খবর দেয় শিক্ষকরা। পরে বেলা ১১টার দিকে র‌্যাব-৯ এর সদস্যরা ঘটনাস্থলে আসে। বর্তমানে ঘটনাস্থলে ব্যারিকেড দেওয়া রয়েছে। র‌্যাবের একজন কর্মকর্তা বলছেন, এটি একটি আইইডি বোমা। যেটা বিস্ফোরণ হলে পুরো ভবনটিতে স্প্লিন্টার ছড়িয়ে যেতে পারে। জানা গেছে, স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের এই ভবনটিতে এখন প্রায় ২ হাজারের মতো শীক্ষার্থী রয়েছেন। এক শিক্ষার্থীর অভিবাবক ফেরদৌস আহমেদ প্রিন্সিপালের সঙ্গে কথা বলে জানিয়েছেন, সব শিক্ষার্থীদের একসঙ্গে বের করে না দিয়ে একে একে শিক্ষার্থীদের বের করার জন্য আহ্বান জানিয়েছি। তবে প্রিন্সিপাল এখন পর্যন্ত এ বিষয়ে কোনও সিদ্ধান্ত জানাননি। মহানগর পুলিশের ওসি মোশারফ হোসেন বলেন, ‘এটা দেখতে বোমার মতো লাগছে। তবে পরীক্ষা-নিরীক্ষা করে তা নিশ্চিত হওয়া যাবে।’ র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া) মাইনউদ্দিন বলেন, ‘বোম ডিসপোজাল ইউনিট শনাক্ত করে জানিয়েছে, এটি একটি শক্তিশালী বোমা। এর মধ্যে সার্কিট পাওয়া গেছে। এটি নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুরো ভবনটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা ফুটেজ সংগ্রহ করে শনাক্ত করা হবে।’

Post a Comment

Previous Post Next Post