স্পোর্টস ডেস্কঃ
ইয়াসির শাহর নৈপুণ্যে জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে
পাকিস্তান। যার ফলে মিসবাহ-উল-হক ও ইউনুস খানের বিদায়ী সিরিজের শুরুতে ১-০
তে এগিয়ে গেল তারা। শুধু তাই নয় এই জয়ের মধ্যে দিয়ে টানা ছয় হারের পর
টেস্টে জয়ে ফিরেছে মিসবাহর দল।
আগের
দিন ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ পুরোপুরি পাকিস্তানের মুঠোয় নিয়ে এসেছিলেন
ইয়াসির। এছাড়া পাকিস্তানি তিন পেসারের কল্যাণে দ্বিতীয় ইনিংসে তেমন একটা
প্রতিরোধ গড়তে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। তাই লড়াইয়ের পুঁজিও
পায়নি স্বাগতিকরা।
৪
উইকেটে ৯৩ রান নিয়ে মঙ্গলবার খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস
এদিন স্থায়ী হয় মোটে ২৪.৪ ওভার। ৫৯ রান যোগ করে দলটি গুটিয়ে যায় ১৫২ রানে।
দিনের
শুরুতে ভিশাল সিংকে বোল্ড করে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ আমির। তিন
বলের মধ্যে দেবেন্দ্র বিশু ও শেন ডাওরিচকে আউট করে স্বাগতিকদের বিপদ বাড়ান
অভিষিক্ত পেসার মোহাম্মদ আব্বাস।
প্রথম
ইনিংসে প্রতিরোধ গড়া চেইস ও জেসন হোল্ডারের ব্যাটে ছিল লড়াইয়ের আভাস।
সেটাকে এবার বেশি বড় হতে দেননি ওয়াহাব রিয়াজ। তার বলে উইকেটরক্ষক সরফরাজ
আহমেদের গ্লাভসবন্দি হন স্বাগতিক অধিনায়ক। চার বলের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের
শেষ দুই উইকেট তুলে নেন ইয়াসির। আলজেরি জোসেফ এলবিডব্লিউর ফাঁদে পড়ার পর
তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেন শ্যানন গ্যাব্রিয়েল।
৩২
রানের ছোটো লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ৭ রানের মধ্যে
ফিরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান। গ্যাব্রিয়েলের বলে উইকেটরক্ষকের
গ্লাভসবন্দি হন আহমেদ শেহজাদ। জোসেফের বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হন
আজহার আলি। লাঞ্চের পর বিদায় নেন ইউনুসও। বিশুর সেই ওভারেই দলকে দারুণ জয়
এনে দেন মিসবাহ। প্রথম বলটি দেখেশুনে খেলেন অধিনায়ক। পরের দুটি উড়িয়ে পাঠান
সীমানার বাইরে। ৩ বলে মিসবাহ অপরাজিত থাকেন ১২ রানে।
৬৩ রানে ৬ উকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার ইয়াসির। সব মিলিয়ে ৮ উইকেট নিয়ে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।