ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
অনলাইন ডেস্কঃ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার ওই কম্পনে কেঁপে ওঠে দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত মিন্দানাও দ্বীপ। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ২৩ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে এই শক্তিশালী ভূমিকম্পের খবর নিশ্চিত করেছে।

ইউএসজিএস বলছে, ভূপৃষ্ট থেকে মিন্দানাওয়ের দক্ষিণ উপকূলে এ ভূমিকম্পের গভীরতা ছিল ৪১ কিলোমিটার (২৫ মাইল), যা ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

দেশটির জাতীয় সুনামী সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এ ঘটনায় ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া অংশে সুনামি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো সতর্কতা জারি করা হয়নি।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই বা পশ্চিম উপকূলেও কোনো সুনামি সতর্কতা নেই বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

Post a Comment

Previous Post Next Post