মৌলভীবাজারে নাসির বিড়িসহ আটক-৪

মৌলভীবাজারে নাসির বিড়িসহ আটক-৪
নিউজ ডেস্কঃ মৌলভীবাজার শমসেরনগর সড়কের শ্যামেরকোনা এলাকায় থেকে ভারতীয় নাসিরবিড়ি ফেন্সিডিল সহ চার জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (২৩এপ্রিল) দিবাগত রাতে শ্যামেরকোনা এলাকার নিরমানাধিন হাসনরাজা প্রাইভেট হাসপাতাল এর সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়।

আককৃতরা হলেন, কমলগঞ্জ উপজেলার কালারাইচর এলাকার মৃত- আব্দুল হাসিম এর ছেলে আলাল মিয়া(৩৫), কুলাউড়া উপজেলার চারিয়ারঘাট এলাকার হাসমত মিয়ার ছেলে আব্দুল সালাম (২৬), আলীনগর এলাকার মাহমুদ আলীর ছেলে পাবেল মিয়া(২০), কমলগঞ্জ উপজেলার ইটারঘাট এলাকার আব্দুর রউফ এর ছেলে আব্দুল মতিন ।

মৌলভীবাজার গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক (এসআই) নিতাই রায় ও উপপরিদর্শক (এসআই) মমিন উল্যা সংগীয় ফোর্সসহ রাতে গোপন সংবাদের ভিতিত্তে শ্যামেরকোনা এলাকায় নির্মানাধীন হাসনরাজা প্রাইভেট হাসপাতাল এর সামনে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল ৭৫ হাজার পিচ নাসির উদ্দিন বিড়ি ও ২টি প্রাইভেট কার সহ চার জনকে আটক করা হয়।

মৌলভীবাজার গোয়েন্দা পুলিশ (ডিবি) উপপরিদর্শক (এসআই) মমিন উল্যা বিষয়টি নিশ্চিত করে জানান,আসামী দের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post