কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
হিফজুর রহমান তুহিনঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় কানু রায় (৬১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের আতুরের ঘর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত কানু রায় কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রমের মৃত গৌরাঙ্গ রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, কানু রায় দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির সময় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেইমারা যান।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মাহবুব আলী কমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের অনুরোধে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সুপারিশের প্রেক্ষিতে জেলা ম্যাজিষ্ট্যাটের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post