বিশেষ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বৃষ্টি চলাকালে রাতে এক সঙ্গে ৫টি বৈদ্যুতিক
ট্রান্সফর্মার চুরি হয়েছে। ট্রান্সফর্মার চুরির ফলে বিদ্যুৎ গ্রাহকরা
দুর্ভোগে পড়েছেন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতের পর থেকে শুরু হয় ঝড় আর বৃষ্টি। ঝড়-বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এ
সুযোগে চোর চক্র মাধবপুর ইউনিয়নের জপলার পার গ্রাম থেকে ১০ কেভি ক্ষমতা
সম্পন্ন দুটি ও মাধবপুর মাঝের গাঁও গ্রাম থেকে ১৫ কেভি ক্ষমতাসম্পন্ন একটি ও
৫ কেভি ক্ষমতা সম্পন্ন দুটি ট্রান্সফর্মার চুরি করেছে। মৌলভীবাজার পল্লী
বিদ্যুৎ সমিতি
কমলগঞ্জ জোনারেল এজিএম (কম) গোলাম ফারুক ৫টি ট্রান্সফর্মার চুরির সত্যতা নিশ্চিত করেন।