বড়হাটে 'অপারেশন ম্যাক্সিমাস' সমাপ্ত, ৩ জঙ্গি নিহত

বড়হাটে 'অপারেশন ম্যাক্সিমাস' সমাপ্ত, ৩ জঙ্গি নিহত
নিউজ ডেস্কঃ  'অপারেশন ম্যাক্সিমাস'র সমাপ্তি ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজারের বড়হাট জঙ্গি আস্তানায় পরিচালিত এ অপারেশনে নারীসহ তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শনিবার ( এপ্রিল ১) দুপুরে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এসময় তিনি এক প্রেসব্রিফিং এ অভিযান সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবগত করেন। নিহতদের মধ্যে একজন নারী। এই জঙ্গিদের মধ্যে একজন সিলেটের শিববাড়িস্থ আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণের সাথে জড়িত বলেও জানিয়েছেন তিনি। বিস্ফোরণ ঘটিয়ে ঐ জঙ্গি মৌলভীবাজারে চলে আসে বলেও জানিয়েছেন মনিরুল। শনিবার সকালা পৌণে ৯টার দিকে আগের দিকের স্থগিত হওয়া অভিযান পূনরায় শুরু করে 'সোয়াত' সদস্যরা। তারা বাড়িটির ভেতরে গুলি করতে করতে প্রবেশ করেন এবং ব্যপক তল্লাশী চালিয়ে ৩টি লাশ উদ্ধার করেন।

Post a Comment

Previous Post Next Post