হাকালুকি হাওর এলাকায় ত্রান সামগ্রী বিতরণ

হাকালুকি হাওর এলাকায় ত্রান সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় রাশীদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের উপদেষ্ঠা বাংলাদেশ মেডিক্যাল এসোশিয়েশন (বিএমএ) সিলেটের সভাপতি অধ্যাপক ডাঃ রুকন উদ্দিন আহমদের অর্থায়নে আকস্মিক বন্যা কবলিত হাকালুকি হাওর পারের ভূকশিমইল ও জয়চন্ডী ইউনিয়নের শতাধিক অসহায় পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে সাদিপুর- আলমপুরসহ কয়েকটি গ্রামের শতাধিক পরিবারের সদস্যদের উপস্থিতে পাঁচ কেজি করে চাল প্রদান করা হয়।

চাল বিতরণকালে উপস্থিত ছিলেন রাশীদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা বাংলাদেশ মেডিক্যাল এসোশিয়েশন (বিএমএ) সিলেটের সভাপতি অধ্যাপক ডাঃ রুকন উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও ফাউন্ডেশনের নির্বাহী সদস্য শিরীন আক্তার চৌধুরী মুন্নি, উপজেলা আ.লীগের সদস্য ফারুক আহমদ, স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক হোসেন মোহাম্মদ মনসুর, আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিব, সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, মানবজমিনের কুলাউড়া প্রতিনিধি আলাউদ্দিন কবির, সাংবাদিক শরীফ আহমেদ, ইত্যাদি নিউজের বার্তা সম্পাদক এস এইচ সৈকত, ব্যবসায়ী জাহের আলম চৌধুরী, যুবলীগ নেতা আতাউর রহমান আতিক, সুনির্মল দত্ত, জীবন রহমান, ভূকশিমইল ইউপি সদস্য ফজলুর রহমান, আছমল মিয়া, জয়চন্ডী ইউনিয়নের ইউপি সদস্য নাদেরা বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সামসুল ইসলাম, রাশীদ আলী ফাউন্ডেশনের সদস্য হাসিনা আক্তার, মমতাজ হাসান প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post