সিলেটে স্কলার্সহোম স্কুলের ‘বোমা’ উদ্ধার

সিলেটে স্কলার্সহোম স্কুলের ‘বোমা’ উদ্ধার
নিউজ ডেস্কঃ সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ স্কলার্সহোমে থাকা ‘এক্সক্লুসিভ ডিভাইস (আইডি)’ উদ্ধার করা হয়েছে। র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা "বোমাসদৃশ" বস্তুটি নিষ্কিয়করণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বুধবার সকাল ৯টা থেকে বোমা উদ্ধারের কাজ শুরু করে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

এর আগে স্কলার্সহোম স্কুলের ‘বোমা’ নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে র‌্যাবের একটি টিম মঙ্গলবার সন্ধ্যার পর সিলেট পৌঁছে। দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ শেষে তারা জানিয়েছেন বুধবার সকালে বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয়করণের কাজ শুরু করবেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের টিম বোমা উদ্ধার করেছে। নিষ্ক্রিয়করণের কাজ চলছে।

এর আগে মঙ্গলবার দুপুরে র‌্যাব-৯ এর মিডিয়া উইং প্রধান সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী জানান, স্কুলের সিঁড়ির নিচে পড়ে থাকা ওই বস্তুটি একটি এক্লুসিভ ডিভাইস বা আইডি বলে ধারণা করা হচ্ছে। এটি নিষ্ক্রিয় করতে কিছুটা সময় লাগবে।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে স্কলার্সহোম স্কুল কর্তৃপক্ষ সিঁড়ির নিচে একটি বোমাসদৃশ বস্তু দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ বিষয়টি জানায় র‌্যাবকে।

Post a Comment

Previous Post Next Post