আজ বিশ্ব নৃত্য দিবস


অনলাইন ডেস্কঃ আজ ২৯ এপ্রিল, বিশ্ব নৃত্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, সম্মাননা প্রদান ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী দিবসটি উদযাপন করবে দেশের নৃত্য সংগঠনগুলো।

বিশ্ব নৃত্য দিবস উদযাপনে আজ শিল্পকলা একাডেমিতে শেষ হচ্ছে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা। একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের এই আয়োজনে থাকবে আলোচনা, সম্মাননা প্রদান ও নৃত্যানুষ্ঠান। এর আগে আজ সকালে অনুষ্ঠিত হবে নৃত্যবিষয়ক কর্মশালা। কর্মশালাটি শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন থেকে বের হয়ে মূল মিলনায়তনে এসে শেষ হবে। এ ছাড়া সন্ধ্যায় একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণের নন্দন মঞ্চে অনুষ্ঠিত হবে নৃত্যানুষ্ঠান। নৃত্যাঞ্চল আয়োজিত এই নৃত্য সন্ধ্যায় অংশ নেবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ১৯৯২ সালে দিবসটি ইউনেসকোর স্বীকৃতি লাভ করে। এরই ধারাবাহিকতায় ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে পালিত হয়ে আসছে বিশ্ব নৃত্য দিবস।

Post a Comment

Previous Post Next Post