স্টাফ রিপোর্টারঃ
 অষ্ট্রেলিয়ার জিলং শহর থেকে যাত্রা শুরু হওয়া আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন
 এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ১৮তম ক্লাব এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের 
৩৭তম পালাবদল অনুষ্ঠান গত ২০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কুলাউড়াস্থ 
পালকি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়। পালাবদল কমিটির সেক্রেটারী ও ক্লাব 
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ কাজী কোহেলা বেগমের স্বাগত বক্তব্যের পর মূল 
অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন 
অ্যা. ফ্লোর মেম্বার এপেঃ এম. এ. জলিল, আইডল অব এপেক্স পাঠ করেন ক্লাব পিপি
 এপেঃ এ.এফ.এম ফৌজি চৌধুরী এবং সবাই সম্মিলিত ভাবে জাতীয় সংগীত ও শুধুমাত্র
 এপেক্সিয়ানরা এপেক্স সংগীত পরিবেশন করেন। পরবর্তীতে সম্মানিত 
অতিথিবৃন্দদের পরিচিতি পর্ব, ফুলেল শুভেচ্ছা, আত্মপরিচয়, শুভেচ্ছা ও 
অপারগতা পর্ব সম্পন্ন হয়। অনুষ্ঠানের ১ম পর্বে সভাপতিত্ব করেন ক্লাবের ২০১৬
 বর্ষের প্রেসিডেন্ট এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল,  ২য় পর্বে সভাপতিত্ব করেন
 ২০১৭বর্ষের ক্লাব প্রেসিডেন্ট এপেঃ শরীফ আহমদ। উক্ত সময় এপেঃ ডাঃ হেমন্ত 
চন্দ্র পাল ২০১৬ বর্ষের ক্লাব রিপোর্ট উপস্থাপন করেন। পরবর্তীতে তিনি 
এওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষনা করেন। তারা হলেন ২০১৬ বর্ষের বেষ্ট এপেক্সিয়ান
 এপেঃ আব্দুস সহিদ বাবুল, বেষ্ট ডায়নামিক এপেক্সিয়ান এপেঃ শহীদুল ইসলাম 
তনয়, বেষ্ট বোর্ড ডিরেক্টর এপেঃ শফিউল আলম সৌরভ, বেষ্ট সিটিজেনশীপ এপেঃ মোঃ
 জাহাঙ্গীর আলম, বেষ্ট ফেলোশীপ এপেঃ সুরমান আহমদ, বেষ্ট কো-অপারেশন এপেঃ 
সালেহ আহমদ, বেষ্ট অ্যাকটিভ ফ্লোর মেম্বার এপেঃ মোঃ আব্দুল বাছিত, স্পেশাল 
এওয়ার্ড এপেঃ সোহেল আহমদ ও এপেঃ আয়েশা আক্তার। ১ম পর্ব শেষে সদ্য বিদায়ী 
ক্লাব সভাপতি এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, নতুন সভাপতি এপেঃ শরীফ আহমদের 
নিকট দায়িত্ব হস্তান্তর করেন। অতঃপর ২০১৭ বর্ষের জেলা-৪ এর গর্ভনর এপেঃ এড.
 মিসবাউর রহমান আলম  ২০১৭ বর্ষের এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের বোর্ড 
ডিরেক্টরদের শপথ পাঠ করান। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স 
ক্লাবস অব বাংলাদেশের ২০১৭ বর্ষের জাতীয় সভাপতি এপেঃ খুরশেদ-উল-আলম অরুন, 
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান
 আ.স.ম কামরুল ইসলাম, এপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি এপেঃ সৈয়দ 
মোয়াজ্জেম হোসেন সেবুল, এলজি ও পিএনপি এপেঃ আনিসুজ্জামান সাতিল, এলজি এপেঃ 
এড. এ.কে.এম ছমিউল আলম, ২০১৭ বর্ষের এপেক্স বাংলাদেশের এনআইআরডি এপেঃ রুহুল
 মঈন চৌধুরী, ২০১৭ বর্ষের এপেক্স বাংলাদেশের এনএসডি এপেঃ ডাঃ নিলুফা 
পারভীন, জেলা গর্ভনর-৪ এপেঃ এড. মিসবাউর রহমান আলম, জেলা-১ এর গর্ভনর এপেঃ 
রেজাউল করিম মোঃ মাসুদ, জেলা-৮ এর গর্ভনর এপেঃ মোঃ এনামুল হক মিলন, জেলা-৯ 
এর গর্ভনর এপেঃ রওশন আরা শ্যামলী, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ 
মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, ন্যাশনাল অফিসিয়াল এপেঃ মোঃ 
আলী হোসেন, ন্যাশনাল অফিসিয়াল এপেঃ আব্দুল মতিন শিকদার, ন্যাশনাল অফিসিয়াল 
এপেঃ ইফতেখার মনি, ন্যাশনাল অফিসিয়াল এপেঃ এড. মাছুম আহমদ প্রমুখ। এছাড়াও 
বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের ২০১৭ বর্ষের সেক্রেটারী এপেঃ জিল্লুর 
রহমান, ন্যাশনাল ট্রেজারার এপেঃ মোঃ হাবিব উল্লাহ, পিডিজি-৪ এপেঃ এম.এ 
কাইয়ূম চৌধূরী, পিডিজি-৪ আহমেদ জাকারিয়া, জেলা-৪ এর সেক্রেটারী এপেঃ 
সাহেদুর রহমান, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পিপি এপেঃ তোফায়েল আহমদ 
ডালিম, পিপি এপেঃ শহীদুল ইসলাম তনয়, ৩৭তম পালাবদল অনুষ্ঠানের চেয়ারম্যান 
এপেঃ শাহীন আহমদ, এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের প্রেসিডেন্ট এপেঃ নাজমুল 
হুদা, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর প্রেসিডেন্ট এপেঃ মোঃ সিরাজুল ইসলাম, 
এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ’র প্রেসিডেন্ট এপেঃ মোঃ আব্দুল আজিজ। উক্ত 
অনুষ্ঠানে জেলা-৪ সহ এপেক্স বাংলাদেশের বিভিন্ন ক্লাবের এপেক্সিয়ানবৃন্দরা 
উপস্থিত ছিলেন। এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অন্যান্যদের মধ্যে যারা 
উপস্থিত ছিলেন তারা হলেন  জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ সুরমান আহমদ, 
সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ মোঃ জাহাঙ্গীর আলম, ট্রেজারার এপেঃ মোঃ আব্দুল 
বাছিত, মে. এন্ড এ. ডিরেক্টর এপেঃ মোঃ জুবায়ের আহমদ সুহেল, ফে. এন্ড পা.রি 
ডিরেক্টর এপেঃ সোহেল আহমদ, পা. স্পি এন্ড ডি. ডিরেক্টর এপেঃ  আবু মুসা খান,
 সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ আলতাফ হোসেন সুমেল, অ্যাকটিভ ফ্লোর 
মেম্বারবৃন্দ এপেঃ মোঃ সালেহ উদ্দিন, এপেঃ ফয়জুল হক লিটন, এপেঃ মিঠুন 
চক্রবর্তী, এপেঃ সালেহ আহমদ, এপেঃ আব্দুল মোহিত বাবলু, এপেঃ মুশফিকুর 
রহমান, এপেঃ পান্না চন্দ্র নাথ, এপেঃ প্রশান্ত দেবনাথ, এপেঃ খন্দকার 
মুজিবুর রহমান মুজিব, এপেঃ রাসেল আহমদ, এপেঃ আহমাদুল কবির মোঃ জাবের, এপেঃ 
এ.এফ.এম আব্দুল্লাহ প্রমুখ। পরে অনুষ্ঠানের সেবা পর্বে ক্লাবের সেবা 
পরিচালক এপেঃ শফিউল আলম সৌরভের নেতৃত্বে সেবা কার্যক্রম পরিচালিত হয়।  
ক্লাব পিপি এপেঃ এ.এফ.এম ফৌজি চৌধুরীর পৃষ্ঠপোষকতায় ভুকশিমইল জামে মসজিদের 
নির্মাণ কাজের জন্য ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা আর্থিক অনুদান, ক্লাব পিপি 
এপেঃ তোফায়েল আহমদ ডালিমের পৃষ্ঠপোষকতায় তিনটি সিলিং ফ্যান (২৫০০ ৩) 
৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা, ও ক্লাব সভাপতি এপেঃ শরীফ আহমদ এর 
পৃষ্ঠপোষকতায় একটি ষ্ট্যান্ড ফ্যান ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা ভাটগাঁও জামে
 মসজিদের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও এপেঃ শরীফ আহমদের 
পৃষ্ঠপোষকতায় একজন বিধবা মহিলাকে গৃহ নির্মানের জন্য ১০,০০০/- (দশ হাজার) 
টাকা আর্থিক অনুদান ও সা.এ্যাট আর্মস এপেঃ আলতাফ হোসেন সুমেলের 
পৃষ্ঠপোষকতায় দরিদ্র পরিবারকে একবস্তা চাল ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা
 প্রদান করা হয়। তার পর অনুষ্ঠিত হয় অতিথিদের সম্মাননা প্রদান পর্ব। 
র্যাফেল ড্র পর্ব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব পিপি এপেঃ আব্দুস সহিদ 
বাবুল। পরিশেষে আপ্যায়ন পর্ব শেষে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৩৭তম 
পালাবদল অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
এপেক্স ক্লাব অব মৌলভীবাজারেরর ৩৭তম পালাবদল অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশে »বিডি মেইল ডেস্ক
- প্রকাশকাল »
0
