হুমায়ুন চত্বর থেকে কদমতলী পর্যন্ত ১৪৪ ধারা জারি

হুমায়ুন চত্বর থেকে কদমতলী পর্যন্ত ১৪৪ ধারা জারি
নিউজ ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে সিলেট ফেঞ্চুগঞ্জ রোডের পারাইরচকের পীর হবিবুর রহমান চত্বর পর্যন্ত ও আশপাশের এলাকায় যান চলাচল, সভা-সমাবেশ এবং দলবদ্ধ হয়ে নিয়ে চলাফেরার উপর নিষেধাজ্ঞা জারী করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

মেট্রোপলিটন পুলিশ আইনের ২৯ ধারার ক্ষমতাবলে শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা শিববাড়ি এলাকায় বোমা বিস্ফোরণে নিহত হন ছয় জন। তন্মধ্যে সিলেটে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক চৌধুরী মুহাম্মদ আবু কায়সার, জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের উপপরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিম, মদন মোহন কলেজের শিক্ষার্থী ওহিদুল ইসলাম অপু, শহীদুল ইসলাম ও আব্দুল কাদের রয়েছেন। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

Post a Comment

Previous Post Next Post