আতিয়া মহল থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে উদ্ধার

আতিয়া মহল থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধাকে উদ্ধার
অনলাইন ডেস্কঃ দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়াস্থ আতিয়া মহলের চার তলা ভবন থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করেছেন সেনা কমান্ডোরা।

রবিবার বেলা ১১টার দিকে আতিয়া মহলের পাঁচ তলা ভবনের লাগোয়া চার তলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে ষাটোর্ধ জোসনা রাণী রায়কে উদ্ধার করা হয়।

তিনি অসুস্থ থাকায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চতুর্থ তলার ৩নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি।

জোসনা রাণী জানিয়েছেন, শুক্রবার থেকে চা ছাড়া আর কিছুই খাননি তিনি।

ওসমানী হাসপাতালে জোসনা রাণীকে চিকিৎসা প্রদানকারী ডাক্তার জানান, জোসনা রাণী আশঙ্কামুক্ত। তবে না খাওয়ার কারণে তিনি অসুস্থ। তাকে কয়েকটা পরীক্ষা করানো হচ্ছে।

জোসনা রাণী তার ছেলে ও ছেলের বউয়ের সাথে ওই ফ্ল্যাটে থাকতেন। ছেলে ও ছেলের বউ বেড়াতে যাওয়ায় ফ্ল্যাটে তিনি একা ছিলেন।

প্রসঙ্গত, আতিয়া মহল চার ও পাঁচ তলা দুটি ভবনের সমন্বয়ে। পাঁচ তলা ভবনটির নীচতলার একটি ফ্ল্যাটে জঙ্গিরা আস্তানা গেড়েছে। সেখানে প্যারা-কমান্ডোরা অভিযান চালিয়ে যাচ্ছেন। রোববার সকাল থেকে অন্তত তিন দায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

Post a Comment

Previous Post Next Post