স্পেনের বার্সেলোনায় স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা

স্পেনের বার্সেলোনায় স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
বিশেষ প্রতিনিধিঃ স্পেনের বার্সেলোনায় বসবাসরত কুলাউড়া বাসীর সংগঠন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এন্ড কাতলোনিয়ার উদ্যোগে ২৬ মার্চ ২০১৭ইং রবিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সোসিয়েশনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিপলু রিয়াজীর পরিচালনায়ে অনুষ্ঠিত আলোজনায় অংশ নেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম যুগ্ন সম্পাদক তুতিউর রহমান, কার্যক্রম কমিটির সিরিয়র সদস্য আব্দুল কাদির আং আহাদ, সাংবাদিক আফাজ জনি, এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আব্দুল মমিন সহ কোষাধ্যক্ষ রেজাউর রহমান রাজা, সহ সংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সাহিত্য- ও সাংস্কৃতিক সম্পাদক কাওছার হাসান প্রচার সম্পাদক যায়জুর রহমান, সিনিয়র সদস্য মুক্তাদির মুক্তি, চিনু মিয়া, ইছাক আলী ও আং সালাম প্রমূখ। উক্ত সভায় স্বাদীনতা বীর শহীদদের প্রতবিনদশ্র শ্রদ্ধা জানানে হয়।

Post a Comment

Previous Post Next Post