কুলাউড়ায় রাশিদ আলী ফাউন্ডেশনের মহান স্বাধীনতা দিবস উদযাপন

কুলাউড়ায় রাশিদ আলী ফাউন্ডেশনের মহান স্বাধীনতা দিবস উদযাপন
স্টাফ রিপোর্টারঃ যথাযোগ্য মর্যাদা এবং উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

সুদীর্ঘকালের সংগ্রাম, আপোষহীন আন্দোলন ও নয় মাস সশস্র যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীনতা লাভ করে। বহু কাক্সিক্ষত স্বাধীনতা অর্জনের লক্ষ্যে রক্তক্ষয়ি মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে গোটা জাতি। সারাদেশের ন্যায় কুলাউড়ায় দিবসটি যথাযোগ্য মর্যদায় পালন করা হয়েছে।

উপজেলার শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপি নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৬ মার্চ ভোরে যাদের আত্মত্যাগে বাঙালী জাতি বিশ্বের দরবারে মাথা তুলে দাড়িয়েছে তাদের সম্মান জানাতে স্মৃতিসৌধ বেদিতে জাতির শ্রেষ্ট বীর সন্তানদের পুস্পস্তবক অর্পনের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাউৎগাঁও ইউনিয়নের রাশিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও লংলা রাশিদিয়া সমশেরিয়া হাফিজিয়া মাদ্রাসায় এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়।

লংলা রাশিদিয়া সমশেরিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল নূরের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেটের সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিব, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা যুবলীগ নেতা আতাউর রহমান আতিক, গুপ্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছালিক আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পন চক্রবর্তী, সদস্য মছব্বির আলী, শিক্ষিকা শ্রীমতী তালুকদার, মিনারা বেগম, নাজমা বেগম, গুপ্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভুমিদাতা সদস্য সুনির্মল দত্ত, রাউৎগাঁও ইউনিয়নের ইউপি সদস্য ইসমাইল আলী, রাশিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিলীপ কূমার, সহকারী শিক্ষিকা সৈয়দা মজিরুন বেগম, দিলারা বেগম, মাদ্রাসার সহকারি শিক্ষক হাফিজ আব্দুল মতিন, ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সামছুল ইসলাম, শিক্ষানুরাগী শামিম আহমদ, সীমান্তের ডাকের অফিস সহকারি তসিম হাসান, ফটোগ্রাফার রিয়াজ উদ্দিন, শিক্ষানুরাগী মাসুক মিয়া, বাবলা মিয়া ও লালই মিয়া প্রমুখ।

অনুষ্টান দু’টিতে চারশত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post