বিশেষ প্রতিনিধিঃ
পরাধীনতার শৃংখল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দৃপ্ত শপথ নিয়ে মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করলো কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার্থীরা। দিনভর খেলাধুলা, গান, নাচ, বিপ্লবী কবিতা আবৃত্তি, উপস্থিত
বক্তৃতা, আলোচনা, দেয়ালিকা প্রকাশসহ ভিন্নধর্মী সৃজনশীল প্রতিযোগিতার
মাধ্যমে দিনটি পালিত হয়। বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাধিকা রাজভর
এবং নবম শ্রেণির সাদিয়া তাবাসসুম ও শেখ সামিহা ইয়াছমিনের যৌথ সঞ্চালনায়
অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়।
দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় দেবনাথের সঞ্চালনায় রক্তজবা,
স্বাধিকার, অগ্নিঝরা ও সম্ভাষণ নামে চারটি দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন এবং
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকাশিত দেয়াল পত্রিকার সম্পাদকীয় পাঠ করে শোনায়
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শ্রেয়া অলমিক, সপ্তম শ্রেণির মোহতারেমা আনজুম
অনন্যা, অষ্টম শ্রেণির রিয়া বারই এবং নবম শ্রেণির শিক্ষার্থী শেখ সামিহা
ইয়াছমিন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. কামাল মিয়ার সভাপতিত্বে
অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মো. মন্তাজ আলী, শাহগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও
পরিচালনা পর্ষদের সদস্য লছমন কৈরী, আসিদ মিয়া, আব্দুল আজিজ, সহকারি শিক্ষক
এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণীভূষণ চন্দ, নূর ইসলাম, শফিকুল ইসলাম, নীলিমা
রানী বৈদ্য, জয়রাজ উল্ল্যা, মীরা শর্মা, নিলুফা আক্তার, মনিরুল ইসলাম,
সমাজসেবক আব্দুর রাজ্জাক, দপ্তরি অজয় মালাকার প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষক এরশাদ হোসাইন ও আফিয়া বেগমের সঞ্চালনায় স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত খেলাধুলায় এবং বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠান শেষে শিক্ষক এরশাদ হোসাইন ও আফিয়া বেগমের সঞ্চালনায় স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত খেলাধুলায় এবং বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।