কুলাউড়া রাউৎগাঁয়ে স্বাধীনতা দিবস পালিত

কুলাউড়া রাউৎগাঁয়ে স্বাধীনতা দিবস পালিত
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া রাউৎগাঁও ইউনিয়নের কবিরাজী সরকারী সরকারী প্র্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস, প্রবাসীদের সংবর্ধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
গত ২৬ শে মার্চ সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর পালিত হয়েছে। সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, ৯টয় শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন হয়।

প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাংবাদিক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক পারভেজ হোসেন ভূইয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাউৎগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য আনু মিয়া, কবিরাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন (অবসরপ্রাপ্ত) শিক্ষক আব্দুল মন্নান তালুকদার, কাতার প্রবাসী সৈয়দ আছদ্দর আলী, দুবাই প্রবাসী সৈয়দ আসাদ্দুজ্জামান, সহকারী শিক্ষক লুৎফুর রহমান, প্রাক্তণ ছাত্র বিজয় মল্লিক, সৈয়দ কামরুল ইসলাম, সৈয়দ রাসেল আহমদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংবর্ধিত কাতার প্রবাসি মো ফরিদ মিয়া, ফারুক আহমদ আছকির, সেলিম আহমদ, বাহরাইন প্রবাসি মো. সিকন্দর আলী, সৈয়দ কামরুল হাসান, আবুল হাসান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য মো. ময়ূব আলী, ইব্রাহিম আলী, অভিভাবক সদস্য সেফালি আক্তার, সহকারী শিক্ষক কেশব লাল বারই, সুমিতা শর্মাসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। সভা শেষে প্রতিযোতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার ও সংবর্ধিতদের কে সম্মাননা ক্রেস্ট প্রদাণ করেন অতিথিরা।

Post a Comment

Previous Post Next Post