বিনোদন ডেস্কঃ বাংলাদেশি চলচ্চিত্রের খল অভিনেতা মিজু আহমেদ আর নেই। সোমবার (২৭ মার্চ) রাতে তিনি মারা যান।
পারিবারিক
সূত্রে জানা গেছে, দিনাজপুর যাওয়ার জন্য ট্রেনে ওঠার কিছুক্ষণ পরই মিজু
আহমেদ হৃদরোগে আক্রান্ত হন। পরে বিমানবন্দর রেলস্টেশনের চিকিৎসকরা রাত
পৌনে ৮টায় তাঁকে মৃত ঘোষণা করেন।
মিজু
আহমেদের জন্ম ১৯৫৪ সালের ১৭ই নভেম্বর কুষ্টিয়ায়। স্ত্রী পারভীন আহমেদ, দুই
মেয়ে কেয়া ও মৌ এবং ছেলে হারশাতকে নিয়ে তার পরিবার। তিনি আটশ'র বেশি ছবিতে
অভিনয় করেছেন।