অগ্রণী উচ্চ বিদ্যালয়ে ‘শিক্ষার্থী মন্ত্রিসভা’ নির্বাচন সম্পন্ন

অগ্রণী উচ্চ বিদ্যালয়ে ‘শিক্ষার্থী মন্ত্রিসভা’ নির্বাচন সম্পন্ন
স্টাফ রিপোর্টারঃ সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে ‘শিক্ষার্থী মন্ত্রিসভা’ নির্বাচন সম্পন্ন হলো ৩০ মার্চ বৃহস্পতিবার। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ৮ জন প্রতিনিধির সমন্বয়ে এক বছরের জন্য ছোটদের মন্ত্রিসভা স্টুডেন্ট ক্যাবিনেট গঠিত হয়। ছাত্র-ছাত্রীরা প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে প্রতিটি বুথকক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। অগ্রণী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে যে ৮ জন প্রার্থী নির্বাচিত হন তারা হলেন- ৬ষ্ঠ শ্রেণির ক শাখার শিক্ষার্থী শেখ আবু ইউসুফ বদরুজ্জামান (৩৩৭ ভোট), খ শাখার শিক্ষার্থী শ্রেয়া অলমিক তনু (৩০১ ভোট), ৭ম শ্রেণির ক শাখার শিক্ষার্থী মোহতারেমা আনজুম অনন্যা (সর্বোচ্চ ৩৮১ ভোট), ৮ম শ্রেণির শিক্ষার্থী রিয়া বারই (৩৪৩ ভোট), ৯ম শ্রেণির শিক্ষার্থী নাবিল ওয়াহিদ (৩২৬ ভোট), শেখ সামিহা ইয়াছমিন (২৭৮ ভোট) এবং ১০ম শ্রেণির শিক্ষার্থী রাহেল মিয়া (৩৭৯ ভোট), সিপা বেগম (২৮৭ ভোট)। 

Post a Comment

Previous Post Next Post