স্বাধীনতা দিবসে ইউনিটি ইয়ুথ ক্লাবের পুষ্পস্তবক অর্পন

স্বাধীনতা দিবসে ইউনিটি ইয়ুথ ক্লাবের পুষ্পস্তবক অর্পন
স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুলাউড়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেছে কুলাউড়া উপজেলার অন্যতম সামাজিক সংঘঠন "ইউনিটি ইয়ুথ ক্লাব"। ২৬শে মার্চ রবিবার সকালে সংঘঠনটির সাধারন সম্পাদক সুদ্বীপ আচার্য্যের নেতৃত্বে ও পরিচালনায় কুলাউড়া আউটার হইতে এক বিশাল র‍্যালির মধ্য দিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুলাউড়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সংঘঠনটির নেতৃবৃন্দরা। এতে উপস্তিত ছিলেন সংঘঠনের সভাপতি শ্রীকান্ত মল্লিক এবং নেতৃবৃন্দ ও সদস্যের মধ্যে উপস্তিত ছিলেন অর্ক আচার্য্য, সজিব মল্লিক, সৌরভ কায়স্ত, চৌঃঅনিক ধর, জেবু, খায়রুল, অনুপম, শাওন, সুরঞ্জিত, লাদেন, তন্ময়, রাজন, গোপাল, রাকিব, সেতু, ঝুটন, র­ুজেল, রিয়াজ, আদিত্য প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post