ওসমানী হাসপাতালে কর্মরতদের ছুটি বাতিল, কাজে যোগদানের নির্দেশ

ওসমানী হাসপাতালে কর্মরতদের ছুটি বাতিল, কাজে যোগদানের নির্দেশ
বিশেষ প্রতিনিধিঃ ছুটিতে থাকা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্যদের ছুটি বাতিল করা হয়েছে। একই সাথে অতিদ্রুত তাদেরকে কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার রাতে হাসপাতালে রোগীর চাপ বাড়ায় এমন সিদ্ধান্ত নেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকর মাদ্রাসার সামনে বোমা হামলায় ৪জন নিহত এবং প্রায় অর্ধশত সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য আহত হয়েছেন। তাদের সবাইকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post