স্বাধীনতা দিবসে প্লাটুন টুয়েলভ'র পুষ্পস্তবক অর্পণ

স্বাধীনতা দিবসে প্লাটুন টুয়েলভ'র পুষ্পস্তবক অর্পণ
তাহমিদ রাফিঃ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুলাউড়া স্মৃতিসৌদ্ধে পুষ্পস্তবক অর্পণ করেছে কুলাউড়া উপজেলার অন্যতম সামাজিক সংগঠন প্লাটুন টুয়েলভ।

(২৬শে মার্চ) রবিবার সকালে সংগঠনটির যুগ্ম সাধারন সম্পাদক শাহাদাত হোসেন মুহিমের নেতৃত্বে ও সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদের পরিচালনায় কুলাউড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুলাউড়া স্মৃতিসৌদ্ধে পুষ্পস্তবক অর্পন করে সংগঠনটির নেতৃবৃন্দরা।

পুষ্পস্তবক অর্পনের সময় প্লাটুন টুয়েলভের সাথে  উপস্থিত ছিলেন সংগঠনটির  সহযোগী উপদেষ্টা ও অনলাইন নিউজ পোর্টাল  ডেইলি বিডি মেইল সম্পাদক একে এম জাবের, সুদীপ্ত চৌধুরী সত্যম ও ছাত্রনেতা তুহিনুর জামান ইয়াকুব।

এসময় উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক - সৈয়দ আজিজুল ইসলাম, নুর এ ফেরদৌস ইভা, অর্থ বিষয়ক সম্পাদক- সৈয়দা হাবিবা ইসলাম ইমা, সহ দপ্তর সম্পাদক - মুক্তার আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক - মেহরাব হোসেন, সমাজকল্যান বিষয়ক সম্পাদক -শফিকুল ইসলাম আরিফ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- সৈয়দা আয়েশা ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক - তাহমিদ রাফি।

স্বাধীনতা দিবসে প্লাটুন টুয়েলভ'র পুষ্পস্তবক অর্পণ
সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম তুহিন, লিছা চৌধুরী, আয়শা আক্তার, শামীম আহমেদ, ইমদাদুল ইসলাম খান, আহমেদ ইমতিয়াজ মাহি, কল্লল চন্দ্র পল্লব, শাহরিয়ার আহমেদ, জয়দ্বিপ দে, জাহিদ হাসান শিবলু, মাহদি খন্দকার জিহান, রাশেদুর রহমান, রাহাত আহমেদ প্রমুখ।


Post a Comment

Previous Post Next Post