কাতারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ৭০ দেশের কূটনীতিক


অনলাইন ডেস্ক:  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৭০টি দেশের মিশনের কূটনীতিককে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস কাতার। পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড হায়াতে স্থানীয় সময় মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা অভ্যর্থনা জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম, দ্বিতীয় শ্রম সচিব মো. আজগর হোসেন আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান।
QATAR
ভারত, পাকিস্তান, আলজেরিয়া, ওমান, আরব আমিরাত, শ্রীলঙ্কা, লিবিয়া, জর্ডান, আমেরিকা, তিউনিশিয়া, সুদান, ইরাক, যুক্তরাজ্য, জাপান, চীন, দুই কোরিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই, মিশর, থাইল্যান্ড, নেপাল, ব্রাজিল, গ্রীসসহ ৭০টি দেশের বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত ও কাউন্সিলররা অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশ ও কাতারের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর রাষ্ট্রদূত আসুদ আহমেদ তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য সবার সামনে তুলে ধরেন। বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অভিমতও ব্যক্ত করেন তিনি।
QATAR
এরপর কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ অনুষ্ঠানের অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন। পরে রাষ্ট্রদূত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নৈশভোজের ব্যবস্থা করেন।
QATAR
তারপর কাতারে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে দেশটিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post