স্বাধীনতা দিবসে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সেবা কার্যাক্রম

স্বাধীনতা দিবসে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের সেবা কার্যাক্রম
আমিন জাহানঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ২৬ মার্চ রবিবার সকাল ১১টায় কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে একটি ব্যতিক্রমধর্মী সেবা কর্মসূচী সম্পন্ন হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের পুরস্কারের যাবতীয় ব্যয়ভার বহন করে এপেক্স ক্লাব অব মৌলভীবাজার। কিছু কিছু বিষয়ের পুরস্কার স্কুল কর্তৃপক্ষ নিজ দায়িত্বে বিজয়ীদের হাতে হস্তান্তর করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি জনাব ছয়ফুল ইসলাম চৌধুরী। এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পিপি এপেঃ শহীদুল ইসলাম তনয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০১৭ বর্ষের প্রেসিডেন্ট এপেঃ শরীফ আহমদ। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাছিত, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ আজির উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল আলম সুহেল, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অতীত সভাপতি এপেঃ তোফায়েল আহমদ ডালিম, এপেঃ শাহীন আহমদ, আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, বিশিষ্ট প্রবাসী কমিউনিটি নেতা ছালেহ আহমদ (এপেক্সিয়ান), সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানের ২য় পর্বে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং স্কুলের শিক্ষকবৃন্দরা সম্মিলিতভাবে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন খেলাধুলা কার্যক্রমের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য স্বাধীনতা দিবস উপলক্ষে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেই সময় এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের এপেক্সিয়ানবৃন্দরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post