পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানসূচি পরিবর্তন

পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানসূচি পরিবর্তন
নিউজ ডেস্কঃ এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য রোববারের পূর্বনির্ধারিত অনুষ্ঠান আধা ঘণ্টা পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর একটি হোটেলে ই-নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের একটি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রীর অংশ নেয়ার কথা রয়েছে। আধা ঘণ্টা পিছিয়ে অনুষ্ঠানটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়।

জানা গেছে, এদিন এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশের পর প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য গণভবন থেকে বের হবেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান,  এসএসসি পরীক্ষার অন্য দিনগুলোতেও প্রধানমন্ত্রী তার অনুষ্ঠানসূচি পুনঃনির্ধারণের জন্য ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post