রায়নার ছক্কায় জখম ৬ বছরের শিশু

রায়নার ছক্কায় জখম ৬ বছরের শিশু
স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড-ভারতের শেষ টি-টোয়েন্টি ম্যাচের খেলা চলছিল তখন। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ দেখতে অনেকের মতো চিন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখছিল এক শিশু। তবে ভারত ম্যাচটি জিতলেও সবটায় সুখের ছিল তার। দর্শক ঠাসা গ্যালারিতে সুরেশ রায়নার ব্যাট থেকে উড়ে আসা বল আছড়ে পড়ে ওই শিশুর বাম উরুতে। সঙ্গে সঙ্গে তাকে চিকিত্সা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিত্সার পর বাকি ম্যাচটা দেখতে নাছোড় শিশুটি ফিরে আসে আবারও গ্যালারিতে। ভারতীয় গণমাধ্যমের খবর, ছেলেটির বাম উরুতে বল এসে পড়েছিল। তাকে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিকিত্সা কেন্দ্রে নিয়ে আসা হয়। তখন সে উরুতে ব্যাথা বোধ করছিল। প্রাথমিক চিকিত্সার ১০ মিনিট পরেই শিশুটি জেদ ধরে যে, সে খেলা দেখবে। এজন্য তাকে ছেড়ে দিতে বলা হয়। এর আগে, ২০১২ সালের এপ্রিলে আইপিএলে  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পুনে ওয়ারিয়র্সের মধ্যে  ম্যাচ চলাকালে ১০ বছরের এক বালিকা মুখে বল লেগে জখম হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post