আইপিএল ৫ এপ্রিল শুরু

আইপিএল ৫ এপ্রিল শুরু
স্পোর্টস ডেস্কঃ এবারের মৌসুমের ভারতীয় প্রিমিয়ার লীগ (আইপিএল) আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে। এটি এই লীগের ১০ম আসর। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিসিসিআই ও আইপিএল আয়োজক কমিটি মিলে দ্রুতই এ ব্যপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন (সিওএ) ও বিসিসিআই কর্মকর্তারা মিলে চলতি বছরের আইপিএল সফলভাবে সম্পন্ন করার জন্য আলোচনায় বসেছিলেন। সেখানেই তারিখটি চূড়ান্ত করা হয়েছে। চলতি সব নিয়মই এবারও পর্যায়ক্রমে বহাল থাকবে বলে সিওএ নির্দেশ দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post